ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলেন এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
নীলফামারীতে মধ্যরাতে শীতার্তদের কম্বল দিলেন এসপি

নীলফামারী: নীলফামারীতে পুলিশের পক্ষ থেকে গভীর রাতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) গভীর রাতে রেলস্টেশন ও হাড়োয়া এলাকায় প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

এ সময় অনান্য পুলিশ সদস্য ও সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

গভীর রাতে কম্বল পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। পুলিশের দেওয়া কম্বল পেয়ে তারা মহাখুশি।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, উত্তরাঞ্চলে প্রচুর ঠাণ্ডা। এমন অবস্থায় অসহায়, দুস্থ, যারা রাস্তায় রাত্রী যাপন করেন তাদের পাশে দাঁড়াতে চায় পুলিশ। এ জন্য প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এর আগেও এমনটা করা হয়েছে। সামনে আরও মানুষকে সাহায্য করবে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।