ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে স্কুলব্যাগে মিলল ৭ কেজি গাঁজা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
নড়াইলে স্কুলব্যাগে মিলল ৭ কেজি গাঁজা, আটক ২

নড়াইল: নড়াইল সদরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

শুক্রবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার হাতিরবাগান বাসস্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- কুমিল্লা জেলা সদর দক্ষিণ রাজেশপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মো. শাহজালাল (২৪) ও যশোর জেলার কোতয়ালী থানার সিটি কলেজপাড়া এলাকার রাজ শিকদারের ছেলে রাব্বি শিকদার (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর উপজেলার হাতিরবাগান বাসস্টান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ভিতরে থাকা সাত কেজি গাঁজা জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শাহজালাল কুমিল্লা থেকে স্কুল ব্যাগে করে গাঁজা নিয়ে রাব্বির কাছে বিক্রির উদ্দেশ্যে নড়াইলে এসেছিল। তাদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।