ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আদাবরে ভুয়া ডাক্তার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
আদাবরে ভুয়া ডাক্তার আটক উদ্ধার হওয়া প্রেসক্রিপশন প্যাড

ঢাকা: রাজধানীর আদাবর এলাকা থেকে মো. শফিউল্লাহ খান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগ।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় আদাবর থানাধীন বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি প্রেসক্রিপশন প্যাড, ২টি অটো সিল, ২০টি লিফলেট, ৮ টি ইনজেকশনের ব্যবহৃত খালি শিশি ও ৮টি ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করা হয়।

ডিবি লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মুহম্মদ মনিরুজ্জামান জানান, আদাবর বাইতুল আমান হাউজিং সোসাইটির ১০ নং রোডের খান মেডিসিন কর্নারে একজন ভুয়া ডাক্তার চিকিৎসা প্রদান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশ।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ভুয়া ডাক্তার শফিউল্লাহকে আটক করা হয়। তার বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
পিএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।