ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ২ যুবকের কাছে মিলল ৫৪ কেজি গাঁজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
রাজধানীতে ২ যুবকের কাছে মিলল ৫৪ কেজি গাঁজা

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় ও শাহজাহানপুরে অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা ও রমনা বিভাগ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার মধ্য কুনিপাড়া এলাকায় এবং বিকেলে শাহজাহানপুর থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাজাসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. সেলিম বালি ও মো. বায়েজীদ বোস্তামী। অভিযানে সেলিম বালির কাছ থেকে ৩০ কেজি এবং বায়েজীদ বোস্তামীর কাছ থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) নাজিয়া ইসলাম জানান, মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে শাহজাহানপুর থানার কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ তাকে গ্রেফতার করা হয়।  

তিনি জানান, গ্রেফতার মাদক কারবারি বায়েজীদের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বাংলানিউজকে বলেন, গ্রেফতার সেলিম ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতার আসামির বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এসজেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।