ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় আবাসিক হোটেলে অভিযান, ৪ নারীসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
বরগুনায় আবাসিক হোটেলে অভিযান, ৪ নারীসহ আটক ১০

বরগুনা: বরগুনার আমতলীতে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় সেখান থেকে অনৈতিক কাজে জড়িত চার নারী ও ছয় পুরুষসহ ১০ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে আমতলী পুরাতন লঞ্চঘাটে অবস্থিত ইসলামিয়া আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম খান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে বরগুনা জেলার আমতলী পুরাতন লঞ্চঘাটের ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অনৈতিক কাজে জড়িত ১০ জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের আমতলী থানায় নেওয়া হয়েছে। সেখানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে কারাগারে পাঠানো হবে।

এর আগে ২০২২ সালের ১৪ মার্চ হোটেলটিতে অভিযান পরিচালনা করে চার নারীকে আটক করা হয়েছিল। সেই অভিযানের কয়েকদিনের মধ্যেই আবারও হোটেলটি চালু হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।