ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় বাইক-ইজিবাইকে ধাক্কা দেয় অটোরিকশা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
দুর্ঘটনা ঘটিয়ে পালানোর সময় বাইক-ইজিবাইকে ধাক্কা দেয় অটোরিকশা, নিহত ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে একসঙ্গে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

 

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের চিলগাছা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন অটোরিকশার চালক কাজিপুর উপজেলা ক্ষুদবান্ধি গ্রামের আনোয়ার হোসেন (৪২) ও সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের লালচানের ছেলে মোটরসাইকেলের আরোহী ফজলুল হক (৩০)।  

আহতরা হলেন- শহরের সয়াধানগড়া মহল্লার বাসিন্দা সীমান্ত বাজার ডিগ্রি কলেজের প্রভাষক মনজুর কবির (৫৫), ধানবান্ধি মহল্লার বাবলু শেখের ছেলে ঈদিল শেখ ও সয়াধানড়া মহল্লার মৃত বশির উদ্দিনের ছেলে রাসেল।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম জানান, একটি অটোরিকশা ভেওয়ামারা বাজার এলাকায় ছোটখাট একটি দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল। এ অবস্থায় পথে চিলগাছা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইকের সঙ্গে একসঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার চালক আনোয়ার হোসেন। আহত হন মোটরসাইকেলের আরোহী ফজলুল হক ও ইজিবাইকের তিন যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে ফজলুল হককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।