ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
মাগুরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

মাগুরা: মাগুরায় বিদ্যুতের দাম বাড়ানো ও ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের ইসলামপুল পাড়া জেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা সমাবেত হতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সদর থানা আহবায়ক কুতুব উদ্দিন কুতুবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবিব কিশোর, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা, সদর থানা শ্রমিক দলের সভাপতি ইমরান হোসেন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রমুখ।

সেখানে বক্তারা বলেন, অবৈধ্য সরকার জোর করে ক্ষমতায় থেকে ১৪ বছর সাধারণ মানুষের বুকের ওপর চেপে বসে আছে। গণতান্ত্রকিভাবে করা নির্বাচন চাই। কোনো সন্ত্রাস জ্বালাও পুড়াও এর মাধ্যমে আমরা ক্ষমতার দাবি করছি না।

পরে পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল না করতে পারলেও জেলা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।