ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নতুন জীবনে পদার্পণ জয়ের, চাইলেন দোয়া

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
নতুন জীবনে পদার্পণ জয়ের, চাইলেন দোয়া

ঢাকা: নতুন জীবনে পদার্পণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়। বিয়ে করেছেন তিনি।

স্ত্রীকে নিয়ে সুখে-শান্তিতে থাকতে দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জয়ের বিয়ের আকদ্ সম্পন্ন হয়। তার স্ত্রীর নাম কাঁকন ভুঁইয়া। তিনি রাজধানীর ইডেন কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

নিজের বিয়ে নিয়ে আল-নাহিয়ান জয় বাংলানিউজকে বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দোয়া নিয়ে এসেছি। যে ক্যাম্পাসে আমার দীর্ঘ শিক্ষাজীবন-রাজনৈতিক জীবন অতিবাহিত করেছি সেখানেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে খুবই খুশি। আমরা সকলের কাছে দোয়া চাই। যেন সুখ-শান্তিতে বসবাস করার পাশাপাশি আগামীতে দেশের মানুষের কল্যাণে কাজ করতে পারি।

আল নাহিয়ান খান জয় ২০১৮ সালে গঠিত কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির এক নম্বর সহ-সভাপতি ছিলেন। পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পদ হারালে কেন্দ্রীয় সভাপতি হিসেবে মনোনীত হন জয়। ২০২২ সালে অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে তার স্থলাভিষিক্ত হন সাদ্দাম হোসেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।