ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বাবার কোল থেকে ছিটকে পড়ার পর অটোরিকশা চাপা দেয় মেহেদীকে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
বাবার কোল থেকে ছিটকে পড়ার পর অটোরিকশা চাপা দেয় মেহেদীকে

ভোলা: বাবার কোল থেকে ছিটকে রাস্তায় পড়ার পর অটোরিকশার চাপায় প্রাণ হারিয়েছে মেহেদী হাসান (৫) নামে একটি শিশু। এতে আহত হয়েছেন তার বাবা-মাসহ চারজন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার কাইমুদ্দীন মোড়ে চরফ্যাশন-ভোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মেহেদী উপজেলার পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের আইয়ুব আলীর ছেলে।

আহতরা হলেন- নিহত মেহেদীর বাবা আইয়ুব আলী, মা রঞ্জনা, দাদি নাহার ও স্থানীয় রিজিয়া। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, আইয়ুব পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। মেহেদী ছিল তার কোলে। পথে কাইমুদ্দীন মোড়ে আরেকটি অটোরিকশার ধাক্কায় তাদের অটোরিকশা উল্টে গেলে মেহেদী বাবার কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এসময় ওই অটোরিকশাটি মেহেদীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হন তার বাবা, মা ও দাদিসহ চারজন।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।