ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত প্রতীকী ছবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মাহাবুবুর রহমান নামে দশম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।
এতে আহত হয়েছেন তাসলিফুর রহমান (৫০) নামে এক মোটরসাইকেলআরোহী।

বুধবার (১১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ের ছোট খোঁচাবাড়ী তেঁতুলতলা এলাকায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহাবুবুর দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাসলিফুর ও মাহাবুবুর রাতে মোটরসাইকেলে করে বোচাগঞ্জ থেকে ঠাকুরগাঁও আসছিলেন। পথে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মাহাবুবুর নিহত হয়। এসময় আহত হন তাসলিফুর। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।