ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

আদাবরের সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
আদাবরের সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু

ঢাকা: রাজধানীর আদাবর সুইচ গেট এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদ (৩৫) নামে আরেক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। মাসুদ পরিবারের সঙ্গে মিরপুর এলাকায় থাকতেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপঙ্কর হালদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার আদাবর সুইচ গেট বেড়িবাঁধ এলাকার রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় মাসুদ ঘটনাস্থলেই মারা যান। তিনি নিজেও পেশায় ট্রাকচালক ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দসহ ওই চালককে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়।

নিহত মাসুদ পরিবার নিয়ে মিরপুর এলাকায় থাকলেও তার বাড়ি ভোলায়। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
এজেডএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।