ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি বহনকারী বাস দুর্ঘটনায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি বহনকারী বাস দুর্ঘটনায় দুর্ঘটনাকবলিত বাস থেকে নেমে পড়েন যাত্রীরা

ঢাকা: রেমবাউয়ের পেদাস লিঙ্গি থেকে বের হওয়ার পথে নর্থবাউন্ডের কাছে নর্থসাউথ এক্সপ্রেসওয়েতে মালবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে অন্তত নয়জন আহত হয়েছেন।

বাসটি পেছন থেকে চলন্ত ট্রাকটিকে আঘাত করলে এই দুর্ঘটনা ঘটে।

নেগরি সেমবিলান অগ্নিনির্বাপক এবং উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস বলেন, বাসটিতে ৩০ জন বাংলাদেশি ছিলেন।

ভোর ৩টা ৫৩ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাস চালকসহ অন্যরা সামান্য আঘাত পেলেও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের টুয়াংকু জাছার হসপিটাল সেরেমবানে নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদ সংস্থা বারনামাকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, সম্ভবত বাসটি জোহর বারু থেকে কুয়ালালামপুরের টার্মিনাল বেরেসাপাদু সেলাতানে যাচ্ছিলো। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তাৎক্ষণিক খবর পেয়ে আধ ঘণ্টার মধ্যে ৩০ জন দমকলকর্মী মালাক্কার তাম্পিন এবং আলোর গাজাহ ফায়ার অ্যান্ড রেসকু স্টেশন থেকে রওনা করেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ