ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

মালয়েশিয়া

ঝড়ে গাছ পড়ে বাংলাদেশির মৃত্যু পেনাংয়ে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
ঝড়ে গাছ পড়ে বাংলাদেশির মৃত্যু পেনাংয়ে বন্যা কবলিত জর্জ টাউন।

ঢাকা: মালয়েশিয়ার পেনাং রাজ্যে ঝড়ো হাওয়ায় গাছ পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো কয়েকজন। শনিবার দিবাগত রাতে কাঠ নির্মিত ভাড়া ঘরের ওপর গাছটি ভেঙ্গে পড়লে ওই বাংলাদেশির মৃত্যু হয়। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

স্থানীয় পুলিশ জানায়, এলাকাবাসী রোববার সকাল সাড়ে আটটার দিকে পুলিশকে বিষয়টি অবহিত করে।

শনিবার রাতের ওই ঝড়ের সময়ে ব্যাপক বৃষ্টি হয় পেনাংয়ে।

এর ফলে শহরের আরো অনেক এলাকার মতো দুর্ঘটনার এলাকাও হাঁটু পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার কর্মীরা গিয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।

প্রতিবেশীরা জানায়, দুর্ঘটনার সমযে ঘরের ভেতরে আরো মানুষ ছিলো। তাদের সন্ধানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

প্রায় ১৫ ঘণ্টাব্যাপী বয়ে চলা ঝড়ো হাওয়ায় পেনাং রাজ্যের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। শত শত গাছ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা। অনেক স্থানেই যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। দমকলের পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধার অভিযানে নেমেছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ