ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

অধিকার সম্পাদক আদিলুর মালয়েশিয়ায় আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
অধিকার সম্পাদক আদিলুর মালয়েশিয়ায় আটক

মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খানকে আটক করেছে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টার দিকে কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়।

জানা যায়, আদিলুর রহমান মালয়েশিয়ার ‘Abolition of the death penalty’ শীর্ষক মানবাধিকার বিষয়ক একটি সেমিনারে যোগ দিতে যাচ্ছিলেন।

 

মালয়েশিয়ান মানবাধিকার সংগঠন সুয়ারা রাকাত মালয়েশিয়া (সুয়ারাম) অধিকার সম্পাদককে আটকের নিন্দা জানিয়েছেন।  

সুয়ারামের কর্মকর্তা সেবান ডুরাইসামি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, সকাল ১০টা পর্যন্ত আদিলুর রহমানকে আটকের কোনো সঠিক কারণ জানাতে পারেনি মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। জানতে পেরেছি, তাকে ইমিগ্রেশন লক-আপে রাখা হয়েছে।  

মানবাধিকার রক্ষাকারীদের হয়রানি বন্ধ করে মালয়েশিয়ান ওই মানবাধিকার সংস্থা আদিলুর রহমানের মুক্তি দাবি করেছে।  

আদিলুর রহমান ২০১২ সাল থেকে ‘ফোরাম এশিয়া’র কার্যনির্বাহী সদস্য এবং ২০১৬ সালে ভাইস চেয়ারম্যান হয়েছেন। তার আটকে ফোরাম এশিয়ার পক্ষ থেকে নিন্দা জানিয়ে দ্রুত মুক্তি দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুলাই ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ