ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

চার স্বদেশিকে অপহরণের অভিযোগে বাংলাদেশি বিচারাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
চার স্বদেশিকে অপহরণের অভিযোগে বাংলাদেশি বিচারাধীন

কুয়ালালামপুর: নিজের দেশের চারজনকে পাচারের অভিযোগে বাংলাদেশি বিল্লাল হোসেন ভূঁইয়ার (৩৩) বিচার চলছে মালয়েশিয়ার আদালতে। বিল্লাল সেদেশের একটি রেস্টুরেন্টের ক্যাশিয়ার।

বাংলাদেশি ওই চার নাগরিক হলেন- নাজমুল (২৮), মাসুম (১৯), হাসান (৩১) ও বুলবুল (৩৫)।

বিল্লালের বিরুদ্ধে অভিযোগ, তাদেরকে পাচারের মাধ্যমে মালয়েশিয়া নিয়ে এসে জোর করে কাজ করাতেন। দেশটির চেরাসের তামান মালুরিতে জালাল জেজাকা-৭ এর দোকানে তাদের আটকে রেখেছিলেন তিনি।

অ্যান্টি ট্রাফিকিং অ্যাক্ট ২০০৭ এর অধীনে ১২ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হলে বিল্লালের ১৫ বছরের জেল অথবা ক্ষতিপূরণ দিতে হবে।

দেশটির আইন অনুযায়ী, ৬০ হাজার রিঙ্গিত জরিমানার বিনিময়ে প্রথম দিন থেকেই এ মামলায় জামিন নিতে পারেন তিনি। তবে প্রতি মাসের প্রথম দিনে পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে হবে।

বিল্লালের পাসপোর্ট জব্দ করে আগামী ০৭ নভেম্বর মামলার রায় হওয়ার আগ পর্যন্ত আদালতে পাসপোর্ট রাখার নির্দেশ দেন বিচারক।

আদালতে ডেপুটি পাবলিক প্রসিকিউটর নাজওয়া বুসটামাম বিল্লালের শাস্তি দাবি করেন। বিল্লালের পক্ষে আইনজীবী ছিলেন নূর মৌসা আজাদ্দিন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমে এ বিচারকার্যের খবর প্রকাশিত হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
এমএন/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ