ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৩১ জন অভিবাসী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
তেরেঙ্গানুতে বাংলাদেশিসহ ৩১ জন অভিবাসী আটক

কুয়ালালামপুর: অভিবাসন আইন অমান্যের করায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

তেরেঙ্গানু শহরের তিনটি জায়গায় ৭ ঘণ্টার অভিযান শেষে তাদের আটক করা হয়।

অভিযানে ১ জন ইন্দোনেশিয়ান নারীও আটক হয়েছেন।

সোমবার (২৫ জুলাই) ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট অফিসার মোহাম্মদ মুদা বলেন, মারাংয়ের কামপুং পেরতাকের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ওই ইন্দোনেশিয়ান নারীকে আটক করা হয়।

তিনি বলেন, আমাদের কর্মকর্তারা ওই নির্মাণ সাইটে ৩২ জনকে যাচাই করেন- যার মধ্যে ওই নারীসহ ১৫ জনকে আটক করা হয়। বাকিদের মধ্যে মায়ানমার, বাংলাদেশ এবং নেপালের নাগরিক রয়েছেন। আটক প্রত্যেকেই ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯-এর সেকশন ৬ (১)(সি) ভঙ্গ করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।

অন্য আরেকটি দল সেতিউতে একটি স’মিলে অভিযান চালিয়ে ১৬ জনকে যাচাই করেন। এর মধ্যে ২ জন নেপালিকে আটক করা হয়। ভিসা অনুযায়ী, কৃষি কাজের অনুমতি রয়েছে এদের, স’মিলে নয়।

মুদা আরও বলেন, তৃতীয় দলটি হুলু তেরেঙ্গানুতে একটি স’মিলে অভিযান চালিয়ে আট জনকে যাচাই করে ৪ জন ইন্দোনেশিয়ান নাগরিককে আটক করে। এদের সবার আজিলে ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে অধিকতর যাচাইয়ের জন্যে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এমএন/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ