ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

কুয়ায়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সরস্বতী পূজা

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
কুয়ায়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সরস্বতী পূজা

কুয়ালালামপুর: নানা আয়োজনের মধ্যদিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দ্বিতীয়বারের মতো উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।



সকল ভেদাভেদ ভুলে বিদ্যা দেবীর কৃপালাভের আশায় প্রবাসী বাংলাদেশির এই আয়োজন।

প্রসঙ্গত, সরস্বতী দেবী শ্বেতশুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। তাই সরস্বতীর কৃপালাভের আশায় শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়।

শাস্ত্র মতে দেবীর আরাধনা সকাল সাড়ে ১০টায় শুরু হয়।

এরপর  পুষ্পাঞ্জলি, হাতে খড়ি, প্রসাদ বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ হরেক রকম আয়োজন ছিল।

পূজায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন  সমীর পাল, বিপ্লব চন্দ্র নাথ, অসীম সাহা রায়, শিমন কুমার দাশ, প্রজ্জ্বল কুমার তালুকদার, অনুপম পল, রিমা পাল, শুভ্রা বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, ফেব্রুযারি ১৬, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ