ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশির অভিযোগে কুয়ালালামপুরে ৪ প্রতারক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
বাংলাদেশির অভিযোগে কুয়ালালামপুরে ৪ প্রতারক আটক ছবি: প্রতীকী

কুয়ালালামপুর (মালয়েশিয়া): বাংলাদেশি এক নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে চার প্রতারককে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

সেপাং জেলা পুলিশের প্রধান আব্দুল আজিজ আলী রোববার (০৩ জানুয়ারি) এক বিবৃতিতে জানান, একজন বাংলাদেশি নাগরিক তার ভাই এবং খালাতো ভাইকে ধরে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন।

তারা বাংলাদেশ থেকে বেড়াতে এসেছিলেন।

অপরাধীরা নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে ওই দুজনকে আটকে রাখেন। স্বজনদের ছাড়িয়ে নিতে অভিযোগকারীর কাছে ১৫ হাজার রিঙ্গিত দাবি করেন প্রতারকরা।

অভিযোগের ভিত্তিতে সেপাং পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সকাল সাড়ে ৬টায় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থেকে ৪ জন অভিযুক্ততে আটক করে। অপরাধীদের আটকের পর পুলিশ আরও দুজন বিদেশিকে মুক্ত করে।

এ সময় আটককৃতদের কাছ থেকে হ্যান্ডফোন, একটি পাওয়ার ব্যাংক এবং একটি প্রোটন ইশওয়ারা গাড়ি জব্দ করে পুলিশ।  

পুলিশ সূত্র আরও জানায়, বন্দিদের একজনের বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাদের চারদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৫
এমএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ