ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশিকে মারধর করায় মালয়েশীয় ব্যবসায়ীর জরিমানা

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
বাংলাদেশিকে মারধর করায় মালয়েশীয় ব্যবসায়ীর জরিমানা

কুয়ালালামপুর (মালয়েশিয়া): প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকের গায়ে হাত তোলায় রিসামুদ্দিন আব ওয়াহাব নামে এক মালয়েশীয় ব্যবসায়ীকে এক লাখ টাকা (পাঁচ হাজার রিংগিত) জরিমানা করেছেন দেশটির আদালত।

১৯ অক্টোবর দেশটির পুলিশের হাতের গ্রেফতার হওয়ার পর রিসামুদ্দিনকে এ জরিমানা করা হয়।



একই সঙ্গে  রিসামুদ্দিনকে শ্রমিক সাহেব আলীর ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ি অপরিষ্কারের দায়ে গত ১৭ অক্টোবর সাহেব আলী নামে এক বাংলাদেশিকে নির্মমভাবে মারধর করেন রিসামুদ্দিন।

পুরো ঘটনাটি গ্যারেজের সিসিটিভি ক্যামেরায় ধারণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি দেখে চরম ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকসহ প্রবাসী বাংলাদেশিরা।

জড়িত ব্যক্তির শাস্তির দাবি করেন তারা। এ ঘটনায় ভীষণভাবে সমালোচিত হয় দেশটির পুলিশও।

অবিলম্বে অপরাধী রিসামুদ্দিনকে গ্রেফতারের দাবি জানালে ১৯ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়।

এদিকে চিকিৎসার ক্ষতিপূরণের টাকা চাইলেও তা দিতে অস্বীকার করেন রিসামুদ্দিন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ