ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

রেড টি-শার্টধারীদের চায়না টাউন প্রবেশে বাধা

কায়সার হামিদ হান্নান,স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
রেড টি-শার্টধারীদের চায়না টাউন প্রবেশে বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: কুয়ালালামপুরে চায়না টাউনের সামনে হাজার হাজার রেড টি-শার্টধারী অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। এদিকে সকাল থেকেই সেখানে অবস্থান করছেন অসংখ্য পুলিশ।



চায়না টাউনের প্রধান প্রবেশদ্বার সকাল থেকে পুলিশ ঘিরে রেখেছে। তারা রেড টি-শার্টধারীদের চায়না টাউনে প্রবেশ করতে দিচ্ছে না। চায়না টাউনের মেইন গেইটের সামনে সমবেত হয়ে স্লোগানে স্লোগানে ক্ষোভ প্রকাশ করছেন মালয়ীরা।

এর আগে সকাল থেকে দুই দফা পুলিশ ব্যারিকেড ভেঙে চায়নাটাউন প্রবেশের চেষ্টা করেন রেড টি-শার্টধারীরা। তাদের ঠেকাতে বিকেল পাঁচটার দিকে জলকামান ব্যবহার করে পুলিশ।

চায়না টাউন ছাড়াও দাতারান মারদেকার সামনে, কুতারায়া,সেন্টার মার্কেট, মসজিদ জামেক,জালান রাজা রউত,সগু, চকেট, টিটিওয়াংছা এলাকায় রেড টি-শার্টধারীদের জমায়েত দেখা যাচ্ছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকায় শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছিলেন রেড শার্টধারীরা।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ