ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৫
মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন

মালয়েশিয়া: মাহমুদুল হাসান সোহাগকে সভাপতি ও মো. সুমনকে সাধারণ সম্পাদক করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়ার ছেরডাং শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সেলানগরের বুকিত ছেরডাংয়ের একটি রেস্টুরেন্টে আয়োজিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।



সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি বি এম বাবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এ কমিটির নাম ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে সারাবিশ্বে ছড়িয়ে দিতে স্বেচ্ছাসেবক লীগ কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে মালয়েশিয়ার সেলানগরের বুকিত ছেরডাংয়ে এ কমিটি গঠন। ’

মো. শাহ আলমের সঞ্চালনায় ছেরডাং শাখা আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, শেখ জাহাঙ্গীর, হাবিবুর রহমান, আবুল হাসান, আব্দুস সামাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৫
বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ