ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

গোলশূন্য ড্রতে খুশি প্রবাসী বাংলাদেশিরা

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
গোলশূন্য ড্রতে খুশি প্রবাসী বাংলাদেশিরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর (মালয়েশিয়া): মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের  আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় বেশ খুশি এখানকার প্রবাসী বাংলাদেশিরা।

‍তারা বলছেন, জিতলেও আমরা এতো খুশি হতাম না।

কারণ আমরা মালয়েশিয়াকে দেখিয়ে দিয়েছি। তাদের অখুশি করতে চাই না। আর এজন্য ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আমরা খুশি।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় দেশটির সেলেঙ্গার প্রদেশের শাহআলম স্টেডিয়ামে বাংলাদেশ বনাম মালয়েশিয়া প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।

৯০মিনিটের খেলায় কোনো পক্ষই কাউকে গোল দিতে পারেনি। এতে বাংলাদেশিরা যেমন খুশি হয়েছেন তেমন গর্বিতও।

মালয়েশিয়ায় প্রায় ১০লাখ বাংলাদেশি শ্রমিক আছেন। যারা আধুনিক মালয়েশিয়া গড়তে কাজ করে যাচ্ছেন। প্রবাসে শত ব্যস্ততার মধ্যেও বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ দেখতে ছ‍ুটে এসেছিলেন শাহআলম  স্টেডিয়ামে।

শাহআলম ছ‍াড়াও দেশেটির জহুরবারু, পেনাং, মালাকা, কুয়ালালামপুর, কেলাং, কেপং, পুচং, তামিল জায়া, কেলানা জায়াসহ বিভিন্ন প্রদেশ থেকে স্টেডিয়ামে ছুটে আসেন প্রবাসীরা।

কুয়ালালামপুরে শুক্রবার (২৯ আগস্ট) সরকারবিরোধী বিক্ষোভ ছিল। এরপরও মাতৃভূমির টানে তারা স্টেডিয়ামে ছুটে যান প্রিয় খেলোয়াড়দের খেলা দেখতে।

বিদেশ-বিভূইয়ে গ্যালারি থেকে হাতে লাল-সবুজের পতাকা উঁচিয়ে মাঠের খেলোয়াড়দের উৎসাহ দেন হাজারো প্রবাসী বাংলাদেশিরা।  

প্রবাসীরা বলেন, খেলায় ড্র করে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আমাদের দেশের পতাকা ও জাতির নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে। এতে আমরা বেশ খুশি।

গ্যালারিতে বসে সরাসরি খেলা দেখতে এসেছেন মালয়েশিয়া প্রবাসী দিনাজপুরের আফরোজা রওশন মাহী।

বাংলানিউজকে তিনি বলেন,বাংলাদেশ খুব ভালো খেলেছে। গ্যালারিতে বাংলাদেশিদের উল্লাস ও চিত্কারে মনে হয়েছে যেন ঢাকার স্টেডিয়ামে বসেই খেলা দেখছি। পুরো স্টেডিয়ামই যেন এক টুকরো বাংলাদেশ।

‘জিতলেও আমরা এতো খুশি হতাম না। কারণ আমরা মালয়েশিয়াকে দেখিয়ে দিয়েছি। তাদের অখুশি করতে চাই না। আর এজন্য ম্যাচ গোলশূন্য ড্র হওয়ায় আমরা খুশি,’ যোগ  করেন তিনি।

এদিকে এই প্রীতি ম্যাচের খেলা খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করায় বাংলানিউজকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রবাসীরা।

তারা বলেন, অনলাইনে খবর দেখেই খেলা দেখতে ছুটে এসেছি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ