ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া থেকে ফিরছেন আরও ৬ বাংলাদেশি

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
মালয়েশিয়া থেকে ফিরছেন আরও ৬ বাংলাদেশি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় গিয়ে উদ্ধার হওয়া ৭১৬ জনের মধ্যে ৭ দফায় দেশে ফিরেছে ৪৯১ জন বাংলাদেশি। এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ অগাস্ট)  আরও ছয় বাংলাদেশিকে দেশে ফেরত আনা হচ্ছে।



দেশটির স্থানীয় সময় বুধবার ৩টা ২০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের লেবার উইং ফাস্ট সেক্রেটারি মোসাম্মদ শাহিদা সুলতানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে গত ১১ মে লংকাবি দ্বীপ উপকূল থেকে ৭১৬ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ