ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার আম্পাং স্বেছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
মালয়েশিয়ার আম্পাং  স্বেছাসেবক লীগের শোক দিবসের আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মালয়েশিয়া : মালয়েশিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমপাং শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

(১৯ অগাস্ট ) বুধবার বিকেলে  কুয়ালালামপুর আমপাংয়ের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।



মালয়েশিয়া আমপাং শাখা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: রিয়াদ জসিমের সভাপতিত্বে ও  মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বি এম বাবুল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, মহা নগর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবু সামা, সদস্য সচিব এস কে মুকুল, আমপাং শাখা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: রাজা মিয়া, মালাক্কা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খোরশেদ আলম, ইমাম হোসেন রানা, রাজিবুল ইসলাম, আল মামুন জেমস, শাহ আলম,হারুনুর রশিদ,মো: হাবিবুর রহমান প্রমূখ।

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ