ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

মালয়েশিয়া

টাইগারদের সিরিজ জয়

মালয়েশিয়া প্রবাসীদের মিষ্টি বিতরণ

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, জুন ২২, ২০১৫
মালয়েশিয়া প্রবাসীদের মিষ্টি বিতরণ ছবি : সংগৃহীত

মালয়েশিয়া: ভারতের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা মিষ্টি বিতরণ করেছেন।

বাংলাদেশ-ভারত ম্যাচকে ঘিরে রাজধানী কুয়ালালামপুরের বাংলাদেশি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রায় স্থবির হয়ে পড়ে।

সকলের চোখ ছিল টিভি মনিটরে। মোস্তাফিজ, সাকিব, রুবেলরা এক একটি উইকেটের নিচ্ছে আর হাজার কিলোমিটার দূর থেকে উল্লাসে মেতে উঠছেন প্রবাসীরা।

সান্দার ইন হোটেলের বল রুমে টিভি প্রজেক্টরে বাঙালিরা খেলা দেখেন। সন্ধায় বুকিত বিন্তানের রসনা বিলাস পরিণত হয় বাংলাদেশিদের একান্ত আড্ডা।

মালয়েশিয়া বাইনারি কলেজের স্টুডেন্ট সায়েদ মিনহাজুর রহমান বলেন, সিরিজ জয়ের পর প্রবাসীরা এখন তাকিয়ে আছে সফরকারীদের ‘বাংলাওয়াশ’র দিকে।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, জুন ২২, ২০১৫
কেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ