ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রাণের রমজান-অফার

মুড়ি কিনলেই হটলিংকে ফ্রি টকটাইম

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জুন ১২, ২০১৫
মুড়ি কিনলেই হটলিংকে ফ্রি টকটাইম

কুয়ালালামপুর থেকে: রমজানকে সামনে রেখে মালয়েশিয়ায় প্রাণ নিয়ে এসেছে নতুন অফার। প্রাণের প্রতি আধা কেজি মুড়ি কিনলেই ক্রেতা পাবেন হটলিংকে ১০ মিনিট ফ্রি টকটাইম।


 
শুধু তাই নয়, বিক্রেতারাও পাবেন বিশেষ সুযোগ। প্রতি সপ্তাহে পুরস্কার পাবেন তারা। টিভি, মোবাইল ফোনসহ আকর্ষণীয় সামগ্রী থাকছে এ পুরস্কারের তালিকায়।
 
শুক্রবার (১২ জুন) বাংলানিউজকে এসব তথ্য জানান প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার (এক্সপোর্ট) জামালউদ্দিন আহমেদ।
 
১৬ তম মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড বেভারেজ ট্রেড ফেয়ারে অংশ নিয়েছে প্রাণ। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার শুক্রবার ছিল দ্বিতীয় দিন।
 
নিজেদের স্টলে বসেই এদেশে প্রাণের সামগ্রীর জনপ্রিয়তা ও পরিচিতির কথা বলেন জামাল।
 
তিনি বলেন, মালয়েশিয়ার নাগরিকদের পছন্দ বিভিন্ন ফলের জুস। স্থানীয়দের কথা বিবেচনায় রেখে ভিন্ন স্বাদের বিভিন্ন ফলের জুস বিক্রি করছেন তারা। ইতোমধ্যে বেশ পরিচিতিও পেয়েছে এ নতুন সামগ্রী।
 
প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার (ইভেন্ট অ্যান্ড প্রোডাকশন, মালয়েশিয়া) এস এম সাইফুল্লাহ বাংলানিউজকে বলেন, কুয়ালালামপুরের বিভিন্ন শপিং মলে প্রাণ সামগ্রীর ব্যাপক বিকিকিনি রয়েছে।
 
টেসকো, মাইডিন, হিরো, সেজি ফ্রেশ, এই-অন-বিগসহ বড় ও জনপ্রিয় সুপার শপগুলোতে প্রাণের পণ্য বিক্রির কথা জানান তিনি।
 
এ মেলায় প্রায় ২শ’ পণ্য নিয়ে অংশ নিয়েছে প্রাণ। মালয়েশিয়ায় ভালো অবস্থানের সঙ্গে অন্য আরও দেশগুলোতে নিজেদের সমৃদ্ধি ছড়াতে স্টল নেওয়া। এ নিয়ে এ মেলায় চতুর্থবারের অংশগ্রহণ।
 
এছাড়া মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শো-কেসে নিয়মিত অংশ নেওয়ার কথাও জানান সাইফুল্লাহ।
 
বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, জুন ১২, ২০১৫
এমএন/এসকেএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ