ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

পাকিস্তানবধে মালয়েশিয়ায় প্রবাসীদের মিষ্টিমুখ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
পাকিস্তানবধে মালয়েশিয়ায় প্রবাসীদের মিষ্টিমুখ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: দেশের মাটিতে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানকে সিরিজ হারানোর উৎসবে ভাসছে বাংলাদেশিরা। মালয়েশিয়াতেও হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ে মিষ্টি বিতরণ।

দেশের জয়ে মিষ্টি মুখ করলেন প্রবাসীরা।

বিকেল থেকেই কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ের বাংলাদেশি রেস্টুরেন্ট আযনূরায় ভিড় জমাতে থাকে প্রবাসী ক্রিকেট সমর্থকরা। ইন্টারনেট লাইনে সরাসরি খেলা দেখার সময় কিছু সমস্যা হলেও দেশের খেলা দেখতে চোখের পর্দা পড়ে না সমর্থকদের।

বাংলাদেশ ২৪০ রানে পৌছালে ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ স্লোগানে মু্খরিত হয়ে ওঠে চত্বর। এরপর ঢাকা থেকে আসা আবাহনী লিমিটেডের সাবেক সদস্য এম এ বাতানি জয় উপলক্ষ্যে ২০০ লোককে মিষ্টি খাওয়ানোর ঘোষণা দেন।

বেশ হৈ হুল্লোড়ের মধ্য দিয়েই বাংলাদেশ ক্রিকেট দলের এ সিরিজ জয় উদযাপন করলেন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমএন/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ