ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন জ্যাকি চ্যান

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
মালয়েশিয়ার চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন জ্যাকি চ্যান জ্যাকি চ্যান

মালয়েশিয়া: মালয়েশিয়া-আসিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে এ মাসেই মালেশিয়ার সারাওয়াকে যাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা দাতুক জ্যাকি চ্যান। উৎসবটি চলবে ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত।



সোমবার (০৬ এপ্রিল) মালয়েশিয়া-আসিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী উৎসব সূত্রে এ তথ্য জানা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ২০১৩ সালের আজীবন সম্মাননা প্রাপ্ত মালয়েশিয়ান অভিনেত্রী তান শ্রি মিশেল।

সারাওয়াকের পর্যটন ও আবাসনমন্ত্রী দাতক আমার অ্যাব্যাঙ জোহারি টুন অপেং জানান, এই চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠান ১০টি দেশের আসিয়ান সচিবালয়, মালেশিয়ান সরকার এবং প্রাদেশিক সরকারের কাছে অত্যন্ত গরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ১৫০জন আসিয়ান ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা অংশ নেবেন।

এছাড়া ওই উৎসবে মালয়েশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, ব্রুনাই, মায়ানমার এবং চীন থেকে ২শ’ তারকা অংশ নেওয়ার কথা রয়েছে।

তবে বাংলাদেশ থেকে কারও অংশ নেওয়ার কথা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
টিআই/টিআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ