ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার পেনাং মলে ৭ বাংলাদেশি আটক

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
মালয়েশিয়ার পেনাং মলে ৭ বাংলাদেশি আটক

কুয়ালালামপুর: মালয়েশিয়ার অন্যতম শহর পেনাং এর অভিজাত পেনাং মলে অভিযান চালিয়ে সাত জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়া পুলিশ।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এ অভিযান চালায়।



অবৈধ প্রবাসীরা দোকানের মালিক হওয়ার পাশাপাশি পেনাং মলে কর্মরত থাকায় স্থানীয়দের ব্যবসায় ব্যঘাত ঘটছে বলে অভিযোগ ছিলো অনেক দিন ধরেই।

সেই সূত্র ধরে পরিচালিত এই অকস্মাৎ অভিযানে ১৪৩১ জন প্রবাসীর কাগজপত্রের বৈধতা যাচাই করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে সাত জন বাংলাদেশি। এছাড়া নেপালের ৩৮ জন, মিয়ানমারের ১৪ জন, পাকিস্তানের ২ জন ও ৩ ইন্দোনেশিয়ার ৩ জন নাগরিক রয়েছেন।

তিন ঘণ্টার এই অভিযানে আটককৃতদের জুরু ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে।

পুলিশের রেজিস্ট্রেশন বিভাগ, ইমিগ্রেশন ও এন্টি-ড্রাগ ডিপার্টমেন্ট অভিযানে অংশ নেয়।

আগামীতে এ জাতীয় অভিযান আরো চালানো হবে বলে জানিয়েছেন পেনাং পুলিশ পরিচালক।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ