ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পীর বেবীর মিউজিক ভিডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে কন্ঠ শিল্পীর বেবীর মিউজিক ভিডিও কন্ঠ শিল্পী বেবি

মালয়েশিয়া: ‘দূরে কোথাও’ অ্যালবামের ‘যখন তুমি সামনে দাঁড়াও’ গানটির মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল কন্ঠ শিল্পী বেবি।

গানটিতে তার সাথে দ্বৈত গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খান।

সুর ও সঙ্গীত করেছেন বিজয় মামুন। লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটিতে মডেল হয়েছেন সাহেব আলী (কলকাতা ) ও বেবি নিজেই। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভ ইসলাম।

এ ব্যাপারে বেবি বাংলানিউজকে বলেন ‘আমার এ গানটির জন্যে শ্রোতাদের কাছ থেকে খুব বেশি সাড়া পেয়েছি। শ্রোতাদের কথা ভেবেই গানটির মিউজিক ভিডিও করলাম। আশা করি শ্রোতারা মিউজিক ভিডিওটিও পছন্দ করবেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও,আশুলিয়া ,হাতিরঝিল সহ ঢাকার বেশ কয়েকটি মনোরম লোকেশনে শ্যুটিং করা হয়েছে মিউজিক ভিডিওটির।
 
মালয়েশিয়া প্রবাসীদের অনুরোধে মিউজিক ভিডিওটি সর্বপ্রথম মালয়েশিয়ায় মুক্তি দেওয়া হবে। এই ব্যাপারে মালয়েশিয়ার নামকরা কয়েকটা কোম্পানির সাথে কথা হয়েছে।

মিউজিক ভিডিওটি মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও প্রচার করা হবে বলে বেবি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ