ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

কোকোর মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির শোক

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
কোকোর মৃত্যুতে মালয়েশিয়া বিএনপির শোক বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মালয়েশিয়া শাখা।

এক  সংবাদ  বিবৃতিতে মালয়েশিয়া বিএনপি নেতারা এ শোক প্রকাশ করেন।



বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। বিবৃতিতে নেতারা বলেন, দেশনেত্রী অনেক দুঃখী মানুষ। অকালে তিনি মা, ভাইকে হারিয়েছেন। শনিবার আদরের ছোট ছেলে কোকো’কে হারালেন। বড় ছেলে তারেক রহমানও দেশের বাইরে। আপনজন বলতে তার আর কেউ রইলো না।
 
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যেন ভাইয়ের শোক কাটিয়ে উঠতে পারেন বিবৃতিতে তাও উল্লেখ করা হয়।

এতে স্বাক্ষর করেন মালয়েশিয়া বিএনপি মোহাম্মদ শহীদ উল্লাহ শহীদ, মাহবুব আলম শাহ, মোশারফ হোসেন, মোহাম্মদ আলমগীর হোসেন, কাজী সালাউদ্দিন, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক এস এম বশির আলম, মোহাম্মদ মিনহাজ, মোহাম্মদ নাসির, কামাল উদ্দিন রানা, জহিরুল ইসলাম হিরণ, হাবিবুর রহমান শিশির, মোহাম্মদ এনায়েত হোসেন, সিরাজুল ইসলাম সুজন সহ আরো অনেকে।

এদিকে কোকোর মৃত্যুর খবর ‍শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতাকর্মী ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

এ সময় তারা কোকো ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) মসজিদ নেগারাতে (জাতীয় মসজিদ) বাদ জোহর কোকোর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ