ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় এশীয় শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে খাজানাহ

কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
মালয়েশিয়ায় এশীয় শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে খাজানাহ

কুয়ালালামপুর (মালয়েশিয়া): মালয়েশিয়ার নির্বাচিত কিছু বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিসহ এশীয় মেধাবী শিক্ষার্থীদের স্নাতকোত্তর শিক্ষার জন্য বৃত্তির স‍ুযোগ করে দিচ্ছে দেশটির ইয়ায়াসান খাজানাহ ফাউন্ডেশন।

প্রোগ্রামটির ব্যবস্থাপনা ও পরিচালনা করছে ঢাকার ইউন‍ূস সেন্টার।



ইউনূস সেন্টারের সঙ্গে যৌথ সহযোগিতায় মালয়েশিয়ার বিনিয়োগ সংস্থা খাজানাহ ন্যাশনাল বারহাদ এশিয়ার মেধাবী শিক্ষার্থীদের মালয়েশিয়ার নির্বাচিত সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ করে দিচ্ছে।

স্কলারশিপের আবেদনের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু শর্ত পূরণ করতে হবে। শর্তপূরণ সাপেক্ষে শিক্ষার্থীরা বৃত্তি পাবেন।

পোস্ট গ্রাজুয়েট ডিগ্রির জন্য যোগ্যতা
১. স্নাতকে সর্বনিম্ন সিজিপিএ ৩.৫
২. টোফেল ৫৫০ (কাগজ ভিত্তিক), ৭৬ (আইবিটি) বা ২১৩ (কম্পিউটার) বা আইইএলটিএস ব্যান্ড / ৫.৫-৬.০ পয়েন্ট
৩. মাস্টার প্রোগ্রামের জন্য তালিকাভুক্তি তারিখে বয়স ৪০ বছরের কম হতে হবে।
৪. আবেদনকারীকে অতিরিক্ত পাঠক্রম সংক্রান্ত, সামাজিক বা স্বেচ্ছাসেবী কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্বের দক্ষতার প্রমাণ দেখাতে হবে।
৫. ইংরেজি ভাষায় ভালো দক্ষতা থাকতে হবে।

যেসব বিষয়ে আবেদন করা যাবে
১. ব্যবসায় শিক্ষা
২. ইঞ্জিনিয়ারিং
৩. বিজ্ঞান

যে সব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে
১. আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়
২. ইউনিভার্সিটি মালায়া
৩. ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া
৪. ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া
৫. ইউনিভার্সিটি সাইন্স মালয়েশিয়া
৬. ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া
৭. ইউনিভার্সিটি টেনাগা মালয়েশিয়া
৮. মাল্টিমিডিয়া বিশ্ববিদ্যালয়

বাংলাদেশের ইউনূস সেন্টার থেকে পছন্দের বিষয়ে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর, ২০১৪।

বিস্তারিত তথ্য জানতে এই লিংকে ক্লিক করুন।
http://www.muhammadyunus.org/index.php/yunus-centre/scholarship/khazanah-asia-scholarship-programme-2015

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ