ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট নাইট ২২ নভেম্বর

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্ট নাইট ২২ নভেম্বর

মালয়েশিয়া: আগামী ২২ নভেম্বর মালয়েশিয়ায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে বাংলাদেশ স্টুডেন্ট নাইট (বিএসএন)।  

শনিবার (২৫ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন বিএসএন’র পরিচালক রাশিক হায়দার।



রাশিক বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের সবচেয়ে বড় বার্ষিক মিলনমেলার অনুষ্ঠান বাংলাদেশ স্টুডেন্ট নাইট। তৃতীয়বারের মত মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার প্রধান হল ডিটিসিতে বসবে এর আসর।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার নাগরিকদের কাছে আমাদের সংস্কৃতি তুলে ধরার একটি বিশাল মঞ্চ হলো বিএসএন। প্রতিবছর বাংলাদেশিদের পাশাপাশি প্রায় ২৫ শতাংশ ভিনদেশি এ অনুষ্ঠান দেখতে আসেন।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ১৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেবেন। সেইসঙ্গে থাকবে গান, নাচ, আবৃত্তি, কৌতুক ও ব্যান্ড শো।

জানা যায়, অনুষ্ঠানে আরও থাকবে র‍্যাফেল ড্র। পুরস্কার প্রাপ্তদের জন্য থাকবে কুয়ালালামপুর-লংকাউই-কুয়ালালাম্পুর এয়ার টিকিট এবং দুই রাত এক দিন হোটেলে থাকার ব্যবস্থা। এছাড়াও বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকছে পুরো অনুষ্ঠান জুড়ে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকাগেট, ডোজ, মিজান ট্রাভেল ও প্রাণ।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ