ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার সাত স্টেশন ছোঁবে হাইস্পিড রেল

মাহমুদ খায়রুল, কুয়ালালাম্পুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
মালয়েশিয়ার সাত স্টেশন ছোঁবে হাইস্পিড রেল ছবি: সংগৃহীত

কুয়ালালাম্পুর (মালয়েশিয়া): মালয়েশিয়া-সিঙ্গাপুর অভ্যন্তরীণ হাইস্পিড রেল (এইচএসআর) মালয়েশিয়ার ভেতরে সাতটি স্টেশনে থামবে।

বুধবার (২২ অক্টোবর) মালয়েশিয়ার স্থল পরিবহন মন্ত্রণালয় জানিয়েছেন, হাইস্পিড ট্রেনটি মালয়েশিয়ার কুয়ালালাম্পুর, পুত্রাজায়া, সেরেম্বান, আয়ের কেরহ, মউয়ার, বাঁটু পাহাত ও নুসাজায়ায় থামবে।



২০২০ সালের মধ্যে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য হাইস্পিড রেল প্রজেক্ট নেওয়া হয়েছে।

হাইস্পিড ট্রেন দেড়শ মাইল বেগে ছুটবে। এতে কুয়ালালাম্পুর থেকে ৩৪০ কিলোমিটার দূরত্বের সিঙ্গাপুরে যেতে সময় লাগবে মাত্র নব্বই মিনিট।

আশা করা হচ্ছে, রেলপথের কাজ শুরু হবে ২০১৫ সালের শেষ দিকে এবং শেষ হবে ২০২০ সাল নাগাদ।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ