ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিহত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিহত

ঢাকা: মালয়েশিয়ায় একটি অবকাঠামো নির্মাণের সময় মাথায় ইট পড়ে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক।



শনিবার দুপুরে তুন ডা. লিম চুং ইইউ এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশি শ্রমিকের বয়স আনুমানিক ৩০ বছর।

মালয়েশিয়া দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মন্টু কুমার বিশ্বাস এ দুর্ঘটনাটির কথা শুনেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, আমি শুনেছি নির্মাণ কাজ চলার সময় এক বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। তবে যেহেতু আজ মালয়েশিয়ায় ছুটির দিন, তাই বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি।

এদিকে মালয়েশিয়ার বহুল পঠিত গণমাধ্যম দ্যা স্টার অব মালয়েশিয়া তাদের অনলাইন সংস্করণে জানায়, দুপুর ১টা ৪০ মিনিটে একটি নির্মাণাধীন অবকাঠামোতে কাজ করার সময় ক্রেন থেকে শ্রমিকদের উপর দুইশ’ ইট পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই এক শ্রমিক নিহত ও আরো দুইজন আহত হন।

প্রত্যক্ষদর্শী বাংলাদেশি বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, নিহতের বয়স ৩০ এর কাছাকাছি। ঘটনাস্থলে আট শ্রমিক কাজ করছিলো।

আহত বাকি দুজন পায়ে আঘাত পেয়েছেন। তাদের স্থানীয় ‍হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ