ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

তথ্যমন্ত্রীকে মালয়েশীয় আ.লীগের সংবর্ধনা

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
তথ্যমন্ত্রীকে মালয়েশীয় আ.লীগের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: এক সরকারি সফরে মালয়েশিয়ায় এসেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছালে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমান ও মালয়েশীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জানান।



তথ্যমন্ত্রীর আগমনে বিপুল সংখ্যক মালয়েশিয়া প্রবাসী বিমানবন্দরে জড়ো হন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম আতিকুর রহমানের গাড়ি বহরে করে বিমানবন্দর ত্যাগ করেন তথ্যমন্ত্রী।
 
মালয়েশিয়া আওয়ামী লীগ সূত্র জানায়, সোমবার বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আয়োজনে এক নৈশভোজে যোগ দিবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
সরকারি সফর শেষে তিনি মঙ্গলবার বাংলাদেশে ফিরবেন।
 
বিমানবন্দরে মালয়েশীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া অভ্যর্থনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর হোসেন, রাসেদ বাদল, অহিদুর রহমান অহিদ, আব্দুল করিম, মোহাম্মদ আবুল হোসেন, হাজী জাকারিয়া, এ কামাল চৌধুরী, বিজন মজুমদার, এম আমজাদ চৌধুরী রুনু প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ