ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ার বাজারে জনপ্রিয় পাঁচ মোবাইল

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
মালয়েশিয়ার বাজারে জনপ্রিয় পাঁচ মোবাইল

কুয়ালালামপুর: কয়েকদিন আগেই মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেলো প্রযুক্তি মেলা। এ মেলায় বিখ্যাত সব কোম্পানি তাদের বাজারে নতুন পণ্যের প্রদর্শন করে।

অল্প বাজেটে ৫ টি সেরা মোবাইল ফোনে এই মেলায় সবার নজর কেড়েছে।

আসুস জেন ফোর

বিখ্যাত কোম্পানি ইন্টেল এবার আসুস এর সাথে চুক্তিবদ্ধ হয়ে বাজারে এনেছে স্মার্ট ফোন আসুস জেন ফোর। অল্প খরচে বাজারের অন্যতম সেরা ফোন এটি। এতে ব্যয়ভার করা হয়েছে শক্তিশালী ইন্টেল এটম ডুয়াল।

মডেল: আসুস জেন ফোর
প্রসেসর: ইন্টেল এটম ডুয়াল কোর। ১.২ গিগাহার্জ
ডিসপ্লে: ৪ ইঞ্চি
মেমরি: ইন্টারনাল - ৪ গিগাবাইট, এক্সটারনাল ৬৪ গিগাবাইট পর্যন্ত।
ক্যামেরা: ৫ মেগাপিক্সেল।
ওএস: অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন।
ব্যাটারি: ১৬০০ মেগাএম্পিয়ার।
মূল্য: ২৯৯ রিঙ্গিত। ৭ হাজার পাঁচশত টাকা মাত্র।

হুয়াউই অনার ৩সি:

হুয়াউই ব্র্যান্ডের সাড়া জাগানো সেট এটি। মাত্র ১ সপ্তাহের মধ্যে এই মোবাইলের স্টক শেষ হয়ে যায়। পরবর্তী সেট এখন বাজারে। সীমিত বাজেটে একটি শক্তিশালী মোবাইল ফোন হল এটি।
মডেল: হুয়াউই অনার ৩সি
প্রসেসর: মেডিয়াটেক কোয়াড কোর। ১। ৩ গিগাহার্জ
ডিস প্লে: ৫ ইঞ্চি
মেমরি: ইন্টারনাল - ৮ গিগাবাইট, এক্সটারনাল ৩২ গিগাবাইট পর্যন্ত।
র‍্যাম: ২ গিগাবাইট।
ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ওএস: অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন।
ব্যাটারি: ২৩০০ মেগা এম্পিয়ার।
মূল্য: ৫২৫ রিঙ্গিত। ১৩ হাজার একশ’ টাকা মাত্র।

শিয়াওমি হংমি ওয়ান এস:
শিয়াওমিকে বলা হচ্ছে চীনের এপল ব্র্যান্ড। মাত্র তিন বছরে শিয়াওমির বিক্রি বেড়েছে ২৭৮ শতাংশ। শিয়াওমি মোবাইলে ব্যবহার করা হয়েছে মিউ নামের এক নতুন ইন্টারফেস যা সবার নজর কেড়েছে। শিয়াওমি ওয়ান এস এবছর এশিয়ার বাজারে বিক্রি হওয়া অন্যতম মোবাইল।
মডেল: হুয়াউই হংমি ওয়ান এস
প্রসেসর: কর্টেক্স কোয়াড কোর ১। ৬ গিগাহার্জ
ডিসপ্লে: ৪.৭ ইঞ্চি
মেমরি: ইন্টারনাল - ৮ গিগাবাইট, এক্সটারনাল ৩২ গিগাবাইট পর্যন্ত।
র‍্যাম: ১ গিগাবাইট।
ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ওএস: অ্যান্ড্রয়েড ৪.৩ জেলি বিন।
ব্যাটারি: ২৩০০ মেগাএম্পিয়ার।
মূল্য: ৪২০ রিঙ্গিত। ১০ হাজার পাঁচশত টাকা মাত্র।

ব্ল্যাকবেরি জেড ১০ এল টি ই:

ব্ল্যাকবেরি মোবাইলের নতুন সংস্করণ টাচ স্ক্রিন সম্বলিত জেড ১০ এল টি ই একটি অসাধারণ ফোন। অল্প বাজেটে সবচেয়ে আধুনিক প্রযুক্তি এল টি ই ব্যবহার হয়েছে এই মোবাইলে। ব্রাউজিং অতি দ্রুত করা যায় এই সেটটিতে।
মডেল: ব্ল্যাকবেরি জেড ১০ এল টি ই
প্রসেসর: ডুয়াল কোর ১.৫ গিগাহার্জ
ডিসপ্লে: ৪। ২ ইঞ্চি
মেমরি: ইন্টারনাল - ৮ গিগাবাইট, এক্সটারনাল ৩২ গিগাবাইট পর্যন্ত।
র‍্যাম: ২ গিগাবাইট।
ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ওএস: ব্ল্যাকবেরি ১০ ও এস। ।
ব্যাটারি: ১৮০০ মেগাএম্পিয়ার।
মূল্য: ৭২৯ রিঙ্গিত। ১৮ হাজার দুইশত পঁচিশ টাকা মাত্র।

নকিয়া লুমিয়া ৫২৫
নকিয়া ফোনের নতুন সংস্করণ লুমিয়া ৫২৫। বাজেট ফোনের মধ্যে এটি অন্যতম এটি। এতে রয়েছে সর্বশেষ উইন্ডোজ সংস্করণ এবং ১ গিগাবাইট র‍্যাম। এছাড়াও আছে ফাস্ট লেন প্রযুক্তি যার মাধ্যমে সকল কাজ একটি প্ল্যাটফর্ম থেকে করা যাবে।
মডেল: নকিয়া লুমিয়া ৫২৫
প্রসেসর: ডুয়াল কোর ১ গিগাহার্জ
ডিসপ্লে: ৪ ইঞ্চি
মেমরি: ইন্টারনাল - ৮ গিগাবাইট, এক্সটারনাল ৩২ গিগাবাইট পর্যন্ত।
র‍্যাম: ১ গিগাবাইট।
ক্যামেরা: ৫ মেগাপিক্সেল
ওএস: উইন্ডোজ ৮.১
ব্যাটারি: ১৪৩০ মেগাএম্পিয়ার।
মূল্য: ৪২৫ রিঙ্গিত। ১০ হাজার পাঁচশত টাকা মাত্র।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ