ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মামা শিল্পী গোষ্ঠীর ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৪
মামা শিল্পী গোষ্ঠীর ঈদ পুর্নমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়ালালামপুর: মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও বিনোদনমূলক সংগঠন মামা শিল্পী গোষ্ঠীর উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

বৃহস্পতিবার বিকালে কুয়ালালামপুরস্থ পুডু প্লাজা হোটেলের হল রুমে এ আয়োজন করা হয়।



মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন মজনুর সভাপতিত্বে ও সেলিম সর্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু সুব্রত পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মকবুল হোসেন মুকুল, মো. জসিম উদ্দিন চৌধুরী, অহিদুর রহমান অহিদ, আব্দুল করিম, আলহাজ জাকারিয়া, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, এমদাদুল হক সবুজ মামা, রাসেদ বাদল, মালয়েশিয়া যুবলীগ আহবায়ক এ কামাল চৌধুরী, ব্যবসায়ী তাজকির আহমেদ, ব্যবসায়ী বাবু কমল চন্দ্র দাশ, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান শওকত, যুবলীগ নেতা বাবলা মজুমদার, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বি ত্রম বাবুল, যুবলীগ নেতা মনসুর আল বাসার সোহেল, জহিরুল ইসলাম জহির, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম ডানিস প্রমুখ।
 
অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু সুব্রত পাল বলেন, প্রবাসে অনেক ব্যস্ততার মধ্যেও প্রবাসীদের আনন্দ দেওয়ার জন্য মামা শিল্পী গোষ্ঠীর সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।

একই সঙ্গে মামা শিল্পী গোষ্ঠীর এ উদ্যোগের বার্তা বাংলাদেশে তিনি পৌঁছাবেন বলেও জানান।  

আওয়ামী লীগ নেতা বলেন, শত ব্যস্ততার মধ্যেও প্রবাসী তরুণ-তরুণীরা কঠোর পরিশ্রম করে এই সংগঠন গঠন করেছেন। এই সংগঠনের মাধ্যমে তারা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

পবিত্র ঈদুল ফিতরের পাবলিক হলিডে থাকায় মামা শিল্পী গোষ্ঠীর এ আয়োজনে ব্যাপক লোকসমাগম ঘটে। প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে উঠে। যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ঢাকা থেকে আগত অতিথি  শিল্পী চ্যানেল আই ক্ষুদে তারকা ফাতিমা রহমান শশী।

তার কণ্ঠে ‘কত দিন দেহিনা মায়ের মুখ...’ গানটি সুর তুললে প্রবাসীদের চোখের কোণে জল চলে আসে। আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাঙালিরা।

শশীর পাশাপাশি মালয়েশিয়া প্রবাসী শিল্পী শেফালী আক্তার শিলা ‘স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী...’ গানের সঙ্গে সুর মেলান উপস্থিত দর্শক-শ্রোতারা।

শিলার পাশাপাশি অনুষ্ঠানে ছামির উল্লাহ, এম আর নয়ন, শামীম, রুবেল, মানিক, ইউনূছ, সাগর, আবুল বাসার, এম এম রানা কাজী ও শহিদুলও সংগীত পরিবেশন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাদ্যযন্ত্রে সহযোগিতা করেছেন মানিক (তবলা), শামীম (কী-বোর্ড), হজরত আলী (বাঁশি), ছামির (মন্দিরা) এবং তিরতান।

এসময় অন্যদের মধ্যে আনসার আলী, শাহ-আলম শাখা আওয়ামী লীগের সভাপতি মো. দবির মিয়া, রফিকুল ইসলাম, মোখলেছুর রহমান, জামির হোসেন জুয়েল, সিদ্দিকুর রহমান, শহিদুল ইসলাম, শেখ কাইয়ুম, সোহেল বিন রানা, মোনায়েম খাঁন, মাহবুবুর রহমান রুবেল, মামুন, মাসুদুল আলম রনি, আলামিন ডলার, হাকিম ভূঁইয়া, মাহাবুবুর রহমান ভুট্টু, কামরুল ইসলাম শিমুল, সুজন, প্রদীপ, রুবেল মাইকেল, মান্নান মাতবর, কাজল, সজিব, শাহ-মোহাম্মদ সুমন, লুৎফর রহমান দুলাল, লিটন সরকার বাবু, শ্রমিকলীগ নেতা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ