ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়া শ্রমিক দলের আলোচনা সভা ও ইফতার

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
মালয়েশিয়া শ্রমিক দলের আলোচনা সভা ও ইফতার

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মালয়েশিয়া শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালালামপুরের জালান ইপু বিসমিল্লাহ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয় এ আলোচনা সভা।



মালয়েশিয়া শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল বাসার আকন্দ ইফতার আয়োজনে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া শ্রমিক দলের সভাপতি জোবায়েত হোসেন লিমন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র নেতা মাহবুবুল আলম শাহ,শহীদ উল্যাহ শহীদ ও হাজী জাকির।

বক্তারা বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ঈদের পর যে আন্দোলনের ডাক দিতে যাচ্ছেন তা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে প্রস্তুতি নিতে হবে। সেই ডাকে সাড়া দিয়ে দেশনেত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

ঈদের পর এই অবৈধ সরকারকে পতন ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

সমাপনী বক্তব্যে মালয়েশিয়া শ্রমিক দলের সভাপতি জুবায়ের হোসেন লিমন বলেন, এ সরকার বন্দুক আর গায়ের জোরে ক্ষমতায় থাকতে চায়। সরকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। অবিলম্বে এ সরকারকে পতন ঘটিয়ে দেশের মানুষের নিরাপত্তা ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, বিএনপি চুপ করে বসে নেই। দল হিসেবে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। তাই আমরা গণতান্ত্রিক উপায়ে বর্তমান ফ্যাসিবাদ সরকারে বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি নেতা কাজী সালাহ উদ্দিন, এস এম জাহাঙ্গীর আলম, জাফর, ফজলুল করিম, সোহরাব, কামাল উদ্দিন রানা, শামিম হোসেন, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলমসহ-সভাপতি কামাল হোসেন, প্রচার সম্পাদক আজাদ, যুবদল নেতা ইউনুস, হাসিবুর রহমান শান্ত, আরিফ, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশে'র কেন্দ্রীয় সহ-সভাপতি এনায়েত হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে ইউক্রেনে মালয়েশিয়ার বিমান দুর্ঘটনা ও ফিলিস্তিনে নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিএনপি নেতা আনোয়ার শিকদার।

বাংলাদেশ সময় ০২০৮ ঘন্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ