ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পেট ও ত্বকের আরাম দেবে তরমুজ

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
পেট ও ত্বকের আরাম দেবে তরমুজ সংগৃহীত ফটো।

এখন বাজারে ইতিউতি তাকালেই তরমুজের দেখা মিলবে। লাল টুকটুকে এক ফালি তরমুজ মুখে দিলে শরীর ও মন শীতলতায় ভরে যায়।

গুণভরা তরমুজে ভিটামিন ‘এ, বি, সি আছে।  ভিটামিন ‘এ’ শুধু ত্বক নয়, চোখ, চুল, নখ, দাঁতের পুষ্টির জন্য খুবই জরুরি।

তরমুজ পাকালে এর মধ্যে লাইকোপেনের পরিমাণ বাড়ে। ফলে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে, যা হৃদপিণ্ডের জন্য দারুণ এবং শিশুদের মধ্যে কার্ডিওভাসকুলার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে।

তরমুজের খোসার আরেকটি গুণ আছে, তা হলো ফাইবার সমৃদ্ধ। যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তারা তরমুজের খোসা লাউয়ের মতো রান্না করে খেতে পারেন। এই গরমে আপনার পেটে আরাম মিলবে।

তরমুজের খোসার সাদা অংশ মুখে আলতোভাবে ঘষলে মুখে ছোপ ছোপ দাগ কমবে। তরমুজ ত্বক সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তরমুজে ভিটামিন ‘সি’ ত্বক কোমল ও চুল শক্ত রাখতে সহায়তা করে। ভিটামিন ‘এ’ ত্বকে নতুন কোষ গজানোর পাশাপাশি কোষের ক্ষতিপূরণে সহায়তা করে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।