ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

টিকটক আসক্ত তিন বোন দাদির জিম্মায়

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
টিকটক আসক্ত তিন বোন দাদির জিম্মায় প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আদাবর থেকে নিখোঁজ হওয়া সেই তিন বোনকে দাদির জিম্মায় দিয়েছেন আদালত।  

যশোর থেকে উদ্ধারের পর শনিবার (২০ নভেম্বর) সেই তিন বোনকে সাধারণ ডায়েরি (ডিজি) মূলে আদালতে হাজির করে আদাবর থানা পুলিশ।

 

এ সময় তাদের জিম্মায় নেওয়ার আবেদন করেন দাদি। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসী তিন বোনকে দাদির জিম্মায় নেওয়ার আদেশ দেন।

আদাবর থানার নন জিআর শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  

জানা যায়, ওই তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ায় তার খালা আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে র‌্যাব প্রযুক্তির সহযোগিতা নিয়ে ওই তিন শিক্ষার্থীর অবস্থান শনাক্ত করে। তারা অসুস্থ বাবাকে দেখতেই খালাকে না জানিয়ে যশোরে গিয়েছিল।

আরও জানা যায়, গত ১৮ নভেম্বর সকালে তারা আদাবরে খালার বাসা থেকে বের হয়। এ সময় তাদের সঙ্গে মোবাইল ফোন ছিল না। পরে তাদের খালা থানায় জিডি করেন।  

তিন বোনই টিকটকের সঙ্গে জড়িত। টিকটক ভিডিও তৈরির জন্য তারা বাসা থেকে বেরিয়ে গেছে কি না, তা খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
কেআই/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।