ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৯
রাষ্ট্রপতির সঙ্গে বিচারপতিদের সৌজন্য সাক্ষাৎ শনিবার বঙ্গভবন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাষ্ট্রপতির সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতি এবং জেলা জজ ও সমপর‌্যায়ের বিচারকদের সৌজন্য সাক্ষাৎকার শনিবার (৭ ডিসেম্বর)।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী ৭ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এবং জেলা জজ সমপর্যায়ের বিচারকরা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকার ও নৈশভোজে মিলিত হবেন।

 

এদিন সন্ধ্যা সোয়া ৭টায় সৌজন্য সাক্ষাতে ও নৈশভোজে অংশগ্রহণের জন্য বঙ্গভবনে উপস্থিত থাকতে নির্দেশিত হয়ে অনুরোধ করছি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, আগামী ৭ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
ইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।