ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাধবপুরে মাকে মারধোর করায় ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
মাধবপুরে মাকে মারধোর করায় ছেলের কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে গর্ভধারিণী মাকে মারধোর করার দায়ে আব্দুল আলী (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।
 
মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, উপজেলার বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আলী প্রায়ই নেশার টাকার জন্য তার নিজের মাসহ পরিবারের সদস্যদের মারধোর করত।

স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।  

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।