ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিরাজগঞ্জে আটক ৫ শিবিরকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
সিরাজগঞ্জে আটক ৫ শিবিরকর্মী কারাগারে পেট্রোল বোমাসহ আটক পাঁচ শিবির কর্মী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পেট্রোল বোমাসহ আটক পাঁচ শিবির নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাবিবুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলেন- শহরের জানপুর মহল্লার সোলায়মান শেখের ছেলে হাফিজুল ইসলাম (২২), সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাচঠাকুরীর নিজাম উদ্দিনের দুই ছেলে নাসির উদ্দিন (১৯) ও ওবায়দুল হক নাঈম (১৬), চরছোনগাছা মধ্যপাড়ার আব্দুল খালেকের ছেলে সবুজ ইসলাম (১৯) এবং একই এলাকার শহিদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯)।

সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মোস্তফা কামাল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ছোনগাছা মধ্যপাড়া সরকারবাড়ি জামে মসজিদের সামনে জমায়েত হয়ে নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন শিবিরকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে ছয়টি পেট্রোল বোমা জব্দ করা হয়।  

শনিবার দুপুরে আটকদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।