ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদারীপুরে যৌন হয়রানি, ভ্যানচালকের ৩ মাসের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
মাদারীপুরে যৌন হয়রানি, ভ্যানচালকের ৩ মাসের কারাদণ্ড

মাদারীপুর: যৌন হয়রানির দায়ে জামাল আকন (৪০) নামে এক ভ্যানচালককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানা এলাকায় এ ঘটনা ঘটে।  

ডাসার থানা সূত্র জানায়, ডাসার থানার কাজী বাকাই ইউনিয়নের দোনারকান্দি গ্রামের রাস্তা দিয়ে এক কলেজছাত্রী যাচ্ছিলেন।

নির্জন রাস্তায় একা পেয়ে ছাত্রীটির পথরোধ করে শ্লীলতাহানির চেষ্টা করেন ভ্যানচালক জামাল। এ সময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে জামালকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে জামালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে বিচারক কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম তাকে তিন মাসের কারাদণ্ড দেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত জামাল ডাসার থানার গোপালপুর ইউনিয়নের আজালিয়া গ্রামের মৃত করম আলী আকনের ছেলে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।