ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঈশ্বরগঞ্জে বিএনপির ৬ নেতাকর্মীর রিমান্ড-জামিন নামঞ্জুর 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
ঈশ্বরগঞ্জে বিএনপির ৬ নেতাকর্মীর রিমান্ড-জামিন নামঞ্জুর 

ময়মনসিংহ: ময়মনসিংহে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৯ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের ৪ নম্বর আমলী আদালতের বিচারক এ আদেশ দেন।

আসামিরা হলেন- ছাত্রদল নেতা দ্বীন ইসলাম, কর্মী ফারুক, রতন, ফয়জুল, শাহীন এবং স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর।  

ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য শাহ নূরুল কবীর শাহীন বিকেলে স্থানীয় সাংবাদিকদের জানান, গত শুক্রবার (৭ সেপ্টেম্বর) উপজেলার কাকনহাটিস্থ আমার বাসার সামনে দলীয় নেতাকর্মীদের নিয়ে সৌজন্য আলাপ-আলোচনা চলছিল।

এসময় পুলিশ কোনো ঘটনা ছাড়াই আমার বাড়ির সামনের সড়ক থেকে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গ্রেফতার করে মিথ্যা, বানোয়াট মামলায় কারাগারে পাঠিয়েছে।  

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর মো. রাশেদ মিলন জানান, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড আবেদন করলে আদালত রিমান্ড এবং জামিন নামঞ্জুর করেন।  

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।