ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুর্নীতি মামলায় শ্রীপুর পৌরসভার মেয়রসহ দুইজন কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
দুর্নীতি মামলায় শ্রীপুর পৌরসভার মেয়রসহ দুইজন কারাগারে

ঢাকা: অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

কারাগারে পাঠানো অন্য আসামি হলেন শ্রীপুর পৌরসভার সাবেক হিসাবরক্ষক আ. মান্নান।

রোববার (৯ সেপ্টেম্বর) শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান চার  মামলায় ও হিসাবরক্ষক আ. মান্নান দুই মামলায় আইনজীবীর মাধ্যমে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

শুনানি শেষে ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালত আনিছুর রহমানকে এক মামলায়  জামিন দেন। অন্য তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এছাড়া আ. মান্নানের দুই মামলায়ই জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।

আসামিপক্ষে অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান জামিন চেয়ে শুনানি করেছিলেন।

মামলা চারটির একটির অভিযোগে বলা হয়,  শ্রীপুর পৌরসভার অন্তর্গত পাঁচটি হাটবাজার থেকে ২০১০ সালে আসামিরা পরস্পর যোগসাজসে  ৭ লাখ ৩৫ হাজার ২শ’ টাকা আত্মসাৎ করেন।  

অন্য একটি মামলা করা হয়, রশিদের মাধ্যমে আদায় করা  ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকার ট্যাক্স পৌরসভার তহবিলে জমা না করে তারা আত্মসাৎ করেন।  

অন্য দুই মামলায়ও  আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এমআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।