ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মোহনপুরে ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনকে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
মোহনপুরে ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫ জনকে সাজা

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ৫টি গুদাম ও ৭/৮টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট করেছে র‍্যাব-৫। এছাড়া পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 

শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

সন্ধ্যায় র‍্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এবং উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত গঠিত হয়।

পরে জেলার মোহনপুর থানাধীন কেশরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন তারা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাঁচটি গুদাম ও আটটি দোকান থেকে আনুমানিক ৮০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

জব্দ করা কারেন্ট জাল ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং পাঁচজনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
এসএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।