ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিশু আলপনা ধর্ষণ-হত্যায় ২ আসামির ফাঁসি বহাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
শিশু আলপনা ধর্ষণ-হত্যায় ২ আসামির ফাঁসি বহাল

ঢাকা: ঝিনাইদহের মহেশপুরে সাত বছরের শিশু আলপনা খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির ফাঁসির বহাল রেখেছেন হাইকোর্ট।

এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ রায় দেন।
 
দুই আসামি হলেন- মো. সাইফুল ইসলাম ও মো. আরিফ হোসেন।



আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল, সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ খান, সৈয়দা সাবিনা আহমেদ, মারুফা আক্তার শিউলি।

আসামিপক্ষে ছিলেন আইনজীবী এসএম শাহজাহান ও আফিল উদ্দিন।  

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল জানান, ২০০৮ সালে ঝিনাইদহের মহেশপুরে পাটক্ষেতে সাত বছরের শিশু আলপনাকে ধর্ষণের পর হত্যা করে আসামিরা। তার বাবা তোরাব আলী এ ঘটনায় মামলা দায়ের করেন। সেই মামলায় ২০১১ সালে বিচারিক আদালত দুই আসামিকে ফাঁসির দণ্ড দেন।

দুই আসামির ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানির জন্য বিষয়টি হাইকোর্টে আসে। এরপর শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।