ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

‘রায় শুনতে হাইকোর্টে ভিড়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
‘রায় শুনতে হাইকোর্টে ভিড়’ বিডিআর হত্যাযজ্ঞ মামলার আপিলের রায় শুনতে এসে স্বজনদের কান্না। ছবি: কাশেম হারুন

ঢাকা: রাজধানীর পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে হত্যাযজ্ঞের মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনতে ভিড় জমিয়েছেন আসামিদের স্বজনরা।  
সোমবার (২৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো রায় ঘোষণা শুরু হওয়ার আগে থেকেই হাইকোর্টের এনেক্স ভবনের সামনে ভিড় বাড়তে থাকে আসামির স্বজনদের।

এদের মধ্যে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদের স্বজন সংখ্যাই বেশী। এদের অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।



নিন্ম আদালতে ফাঁসির দণ্ডাদেশ পাওয়া বিডিআর সিপাহি ওহিদুল ইসলামের ভগ্নীপতি আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, আমাদের আসামি নির্দোষ। আমরা আশা করব, মাননীয় হাইকোর্ট ওহিদুলকে খালাস দেবেন।

ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আর এক সিপাহি আবু মোয়াজ্জেমের স্বজন আলতাব বাংলানিউজকে বলেন, আমরা মাননীয় হাইকোর্টের কাছে ন্যায় বিচার চাই। আমাদের আসামি যদি অপরাধী হয় তাহলে বিচার হোক।   কিন্তু নিরাপরাধ হলে যেন আদালত খালাস দেন।

২০০৬ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দফতরে হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা অফিসারসহ ৭৪ জনকে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এমএসি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।